পাপ ছাড়ে না বাপ!
1 min read

পাপ ছাড়ে না বাপ!

ইচ্ছেগুলো ইচ্ছে করেই বিলিয়ে দিবো আজি
তুচ্ছ কথা খুচরো হয়ে ফোটায় বোমাবাজি।
চরম ব্যথা লুকিয়ে থাকে নরম কথাচ্ছলে
কি হবে আর মিষ্টি কথায় পরম যাতন দিলে?
সুখের সময় দুঃখের ছোঁয়া দিলেও কিছু নয়
অসময়ে করলে রোপণ অঙ্কুরিত কি হয়?
হাত কেটেছে বাল্য কালে পল্লবের কি দোষ?
মিছামিছি আর কতো কাল সইবে নন্দ ঘোষ?

আবদারের যা ঝুলি ছিলো তোমার হিসেব পাতায়
আজকে কেন কষাকষি অভিযোগের খাতায়?
হিসেব যখন হচ্ছে মেকি গলদ বারংবার
নতুন করে আবার কেন চাইছো মিলাবার?
দুয়ে দুয়ে যোগ করিলে হবেই শুধু চার,
গুন করিলে সেটাই হবে যেটাই যা হবার।
কান্নাকাটি বাজনাপার্টি শোরগোলে কি লাভ?
ভুল করেছো মেনে নিবে (কারন) পাপ ছাড়ে না বাপ!

Md. Sarwar Hossen.
(Poetry writer, Jinn & paranormal researcher.)

কবিতাঃ পাপ ছাড়ে না বাপ!
✍️ Sahide Sarwar
Founder of মুমিন মুসলমান
(Poetry writer, Jinn & paranormal researcher.)
রচনাকালঃ জানুয়ারি ২৯, ২০২০ ইং

https://mdsarwarhossen.link
#Muminmusolman#মুমিনমুসলমান#jinn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *