সৃষ্টিকর্তার জয়গান জানিতে চাহিনু মুই নিজের সনে, কে আমি, কেন ঘুরি এতো জনে জনে? ঘুরিবো আমি আর কতোদিন, এই নশ্বর ধরণীর বুক ফেড়ে? কে করিলো সৃজন মোরে, পাঠাইলো নয়নাভীরাম এই ধরাতে? স্মৃতিময় কতো কালের সহিত, কতো দিন দিলো পরম মমতাতে। জনম দুঃখীনি মা দিলো বাবার আদর সোহাগ, বোনের কোলেতে ঠাঁই দিলো, পুরাইলো ভ্রাতার অভাব। সুশ্রী অবয়ব দান করিলো সর্বাঙ্গে শ্রেণীবিন্যাস, জিবনের স্বাদ পুরাইতে নয়ন জগৎ যেন উপন্যাস। তৃষ্ণার জল দিলো বেঁচে থাকার যাহা কিছু আছে, সমীরণ দিলো আলো দিলো যাহাতেই পরাণ বাঁচে। দিলো হৃদয়ের টান,গভীর মনযোগ, সকল বাসনা মিটাইবার সুযোগ। দিলো মানবের তরে মানবতা পশুর তরে দয়া, ইহা মানবের দ্বারা কভূ সাধ্য নয়কো গো হওয়া! সময়ের জ্ঞান,জিবনের মান হয়তো বা ইহা প্রভূর দান, কারন প্রভূ ব্যতিরেক সাধ্য কারো নেই গো এমন মহান। বিনম্র শ্রদ্ধা-ভক্তি জানাই মহান প্রভূর তরে, তিনি না করিলে সৃজন মোদের দেখিতাম এ ধরা কি করে? তিনিই তো রহমান, ভালোবেসে সকলের বাঁচাইছে প্রাণ। •••••••••••••••••••••••••• https://www.facebook.com/muminmusolman01 Md. Sarwar Hossen মুমিন মুসলমান প্রকাশকালঃ ১৪ই সেপ্টেম্বর ২০১৭