
জ্যোৎস্না নিবো মেখে!
আজকে ক্ষুশির ঢল নেমেছে ওই আকাশের বুকে,
দুঃচোঁখ ভরে দেখবো সে চাঁদ জ্যোৎস্না নিবো মেখে।
জ্যোৎস্না আমার প্রিয় সখা রাঙ্গায় ভাঙ্গা মন।
তাহার মতো বন্ধু বলো থাকে গো কয়জন?
রুপালি চাঁদ দুর করে দেয় সকল আধার কালো,
অন্ধকারে বন্ধ যে দম চাঁদের কিরণ ভালো।
চন্দ্র নিয়ে গল্প কতো হরেক রকম ছড়া,
চাঁদের বুড়ি সুতা কাটে চরকা সুতোয় ভরা।
চাঁদের আলোয় ঐ রজনী পূর্ণতা পায় খুঁজে,
মন খারাপের আধার রাতে কষ্ট লাগে কি যে!
নীল আকাশের মেঘের ভেলায় চাঁদটা যখন ভাসে,
যেথায় দেখি সঙ্গী সে চাঁদ আমার পিছু আসে।
জ্যোৎস্না রাতে হঠাৎ যখন খোকা কেঁদে উঠে,
মার ইশারা চাঁদের দিকে খোকার হাসি ফোটে।

Md. Sarwar Hossen
Founder of মুমিন মুসলমান
(Story writer, Jinn & paranormal researchers)
Sahidesarwar@gmail.com
রচনাকালঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ইং।