
জীবন কোন কিছুর বিনিময়ে কেনা যায় না।
- জীবন মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রদত্ত একটি অমূল্য নেয়ামত,
এটি কখনো টাকা-পয়সা দিয়ে কিংবা কোন কিছুর বিনিময়ে কেনা সম্ভব নয়। কারন যার জীবন সায়াহ্ন ঘনিয়ে এসেছে সেই ব্যক্তি ভালোভাবে বুঝে জীবনের কতো মূল্য এবং প্রয়োজন!
একজন ক্যান্সারের রোগী যিনি লাস্ট স্টেজে পৌছেছেন তিনি বুঝে জীবনের কতো মূল্য। একজন মৃত্যুদন্ডাদেশ পাওয়া কয়েদী বুঝে জীবনের কতো মূল্য। তারা উভয়েই মৃত্যু অনিবার্য জানা সত্ত্বেও আশা করে পৃথিবীতে দীর্ঘদিন বাঁচবে, তার যে আরো অনেক কিছু করার বাকি আছে। আহ সে কি বাঁচার জন্য আকুতি, কতোই না আয়োজন জীবনটাকে দীর্ঘক্ষণ টিকিয়ে রাখার। তারা তন্দ্রায় কিংবা নিদ্রায় স্বপ্ন দেখে সমাজের বাকি দশজনের মতো তারাও স্বাভাবিক জীবনে স্বাধীনভাবে আছে।
অথবা কল্পনা করে মৃত্যু দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির ফাঁসির রায় বাতিল করে রাষ্ট্রের রাজা তাকে বেকসুর খালাস করেছে। অন্যজন স্বপ্নে দেখে তার ক্যান্সারের সেলগুলো রাতারাতি কোন এক অজানা কারনে মরে গিয়ে সে ফিরে পেয়েছে এক নতুন জীবন।যারা সফল ব্যক্তি তারা কখনো কোন জিনিসকে ছোট করে দেখে না, একটি পিঁপিঁলিকাকেও তারা মূল্যায়ন করে।
সাইকেলের প্যাডেল ঘুড়ালে যেমন সাইকেল সম্মুখে অগ্রসর হয় তেমনি জীবনকে সঠিক সময়ে সঠিকভাবে পরিচালনা করলে জীবন সুখকর হয়। -
অভাব কিংবা গরিবিয়ানায় কারা ভূগে জানেন? যারা অকষ্মণ্য ও কুঁড়েমি করে। অনটনে কারা ভূগে জানেন? যারা রিজিকের সন্ধানে বের হয় না। মহান রব্বুল আলামিন সবাইকে সুন্দর ও উপযুক্ত ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু আমরা সেটার যথাপোযুক্ত ব্যবহার করতে পারি না তাই সারাজীবন আফসোস করে কাটাতে হয়। বুদ্ধিমানরা সবসময় পরিশ্রমী হয় তাই তারা কখনো অভাব কিংবা অনটনে ভোগে না। পক্ষান্তরে কুঁড়ে ব্যক্তিরা সারাটা জীবন অভাবগ্রস্ত থাকে।
অনেকটা;
“নিজের দোষে বান্দা মরে
বিধিরে দেয় দোষ “
জীবনে পরিশ্রমী হোউন দেখবেন সফলতা আপনার পদতলে সেলাম করবে। তাছাড়া সৃষ্টিকর্তা পরিশ্রমী ব্যক্তিদের অধিক ভালোবাসেন ও নেয়ামত বৃদ্ধি করে দেন!
———-Md. Sarwar Hossen.
Md. Sarwar Hossen
Founder of মুমিন মুসলমান
(Story writer, Jinn & paranormal researchers)
Sahidesarwar@gmail.comলেখাঃ ১লা জানুয়ারি ২০২১ ইং।
যারা আপনার চিটার বাটপারি করে তাদের সপর্কে কোরআন কি বলেছে
এইসব বন্ধ করেন বুচ্ছেন
প্রয়োজনে বিক্ষা করে খান তা ও কোরআনের নাম বেইচা খাইয়েন।
এইস আল্লাহ সহ্য করবেন না
ঠিক বলেছেন হুজুর
আমি আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছি একসেপ্ট করুন
Really nice post…!
এই লেখাটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাবেন!
ঠিক বলেছেন হুজুর