04 Apr, 2025
ইফতার শেষে আড্ডায় মেতেছে তিন ভাই! তাদের আলোচ্য বিষয়বস্তু কি জানি না তবে ক্যামেরার লাইটের ঝলকানিতে তারা বেশ উচ্ছ্বসিত। ছবি তোলার পর দেখতে চায় কেমন উঠেছে। অথচ আমরা বড়রা অনেক…
অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত ২০২৪ সালের (ডিইউএমএস) ২য় বর্ষের কোয়ালিফাইং পরীক্ষায় ১ম স্থান অর্জন করার জন্য শুকরিয়া জানাই মহান…
যদি ৩ ভাইকে কেউ বলে ৩ টি বাঘের বাচ্চা তবে আমরা খুশি হই, মনে করি আহ কি প্রশংসা যেন সিংহ শাবকের মতো সমাদর। অথচ আমাদের হতে হবে মানুষের বাচ্চা। বিষয়টি…
দীর্ঘদিনের ডেভেলপমেন্ট ও নতুন নতুন ফিচার সংযুক্ত হয়েছে Mumin Musolman গুগল প্লে এপসে। খুব দ্রুতই প্লে স্টোরে রিলিজ করা হবে ইংশাআল্লাহ। মুমিন মুসলমান এপসে ইনশাআল্লাহ যা যা ফিচার থাকবেঃ 1.…
বিষয়টা সুন্দর না? একদম অথেন্টিক লিঙ্ক! Md. Sarwar Hossen https://mdsarwarhossen.link  

সময়ের মূল্য!

সময়ের নেই কোন বিরাম নেই সময়ের বাড়ি ঘর, সময়ের কাছে সবাই কতল আপন কিবা পর। সময় করে কতো অচেনারে আপন, কতো প্রিয়জন যায় দুরে, সময়ের দাবী করতে শামিল অতি বিশ্বাসী বন্ধু ঘাঁ মারে অন্তরে। সময়ের ক্রমে পাড়ার হাবলাটাও একসময় বনে যায় সেরা গুনীজন, সময়ের স্রোতে নিন্দিত হয় কতো নামীদামী শতো উঁচুজন। দিনভীখারি কতো মানুষ ছিলো এককালে জোটেনি যাদের অন্ন, সময়ের ব্যবধানে আজকে তারা সমাজপতি আর ধন্য! যেই ছেলেটি ছিলো রাখাল রুটির দোকানে কর্মচারী, সময়ের পরিক্রমায় আজকে তারা আতিউর,নজরুল ভূষিত সরকারি। যেই নিম্ন মানুষটি মুচি ছিলেন সেলাইতো জুতা সর্বজন, সময়কে কাজে খাটিয়ে তার তনয়, হয়েছেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যেই মানুষটির এক্সপেরিমেন্ট বিফল হয়েছে হাজার বারে বার, সেই আলভা এডিসন সময় না করিলে ব্যয়, ধরনী আজো থাকিতো বোধহয় অন্ধকার। সময়ের ব্যবধানে কতো ফকির হয়েছেন সুলতান-রাজা-বাদশাহ, আবার সময়ের ষড়যন্ত্রেই পতন কতো সিরাজদ্দৌল্লাহ শাহেনশাহ! তারাই তো বিজ্ঞজন, অকারণে যারা করেনা কালক্ষেপণ। —— সময়ের মূল্য Md. Sarwar Hossen রচনাকালঃ অক্টোবর ২, ২০১৮ ইং

1 min read

প্রকৃতি মহান রবের এক অমূল্য নেয়ামত!

প্রকৃতি মহান রব প্রদত্ত এক অমূল্য নেয়ামত।এর শুকরিয়া সারা জীবন মুখে,মনে ও কাজে আদায় করলেও বিন্দুমাত্র কিয়দাংশ তূল্য হবে না। Md. Sarwar Hossen মুমিন মুসলমান #Muminmusolman #মুমিনমুসলমান

1 min read

ঈদুল ফিতর ২০২৪

ঈদুল ফিতর ২০২৪। আগামীকাল ১০ই এপ্রিল ২০২৪, সারা বাংলাদেশে একযোগে পালিত হবে ঈদুল ফিতর। এই ঈদে আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণতা দান করুক, সবাইকে পরিবার,প্রতিবেশী এবং সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুক—আমিন! দুরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যেসকল ভাইবোনেরা আমাদের মুমিন মুসলমান চ্যানেলের প্রোগ্রাম দেখেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

1 min read

বাংলা ভাষা।

বাংলা ভাষা। মাতৃভাষা বাংলা হবে ছিলো প্রাণের দাবী, বাংলা মোদের হৃদয়তৃষ্ণা আলাপনের চাবি। বাংলা মোদের মায়ের আঁচল বোনের বেণি সুতা, বাংলা মোদের ভাইয়ের রক্ত বাবার নির্দেশ গাঁথা। বাংলা মোদের শুকনো পুকুর বড়ই গাছের তল, বাংলা মোদের বর্ষা দিনে মাছ শিকারির দল। বাংলা মোদের হাহাকারে বিজয়ী উল্লাসে, বাংলা মোদের হাসি-খুসি চোঁখের জলোচ্ছ্বাসে। বাংলা মোদের প্রসূতি মা ধৈর্যকষ্টে ত্যাগ, বাংলা মোদের শ্রেষ্ঠ ভাষা সারা বিশ্ব দেখ! বাংলা মোদের উঠানপারে জোড়া দুটি শালিক, বাংলা মোদের খোদার’ই দান, যিনি সবের মালিক। বাংলা মোদের ঐক্যতান আর মায়ের কড়া শাষণ, বাংলা মোদের চাওয়া পাওয়া, মনের সুখের নাঁচন।–(সংক্ষেপিত)। ——- বাংলাভাষা কবিতার একটি অংশ। রচয়িতা, মোঃ সারোয়ার হোসেন। mdsarwarhossen@muminmusolman.com https://www.muminmusolman.com

1 min read

ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম যা বলে।

আমি কিন্তু কখনোই নিজেকে মনে মনে মেয়ে মনে করি না, বরঞ্চ বাবুর আম্মুকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি যে মেয়ে এর জন্য কি তোমার আফসোস হয়….? আচ্ছা তোমার কি এমন মনে হয় না যে ইশ্ যদি ছেলে হতাম কতোই না ভালো হতো? জবাব আসে আল্হামদুলিল্লাহ আমি খুশি। মহান রব পবিত্র কুরআনে বলেছেন, ‘আমি মানুষকে সর্বোত্তম সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। (সূরা : ত্বীন, আয়াত : ৪) তারপরও আমরা নিজেদের কাস্টমাইজ করতে চাই। আমরা অনেকেই নিজেদের আরো বেশি সুন্দর করার জন্য এতোটাই মরিয়া হই যেন মহান রব আমাদের ভালোবেসে সৃষ্টি করেন নাই। আমার পরিচিত একজন আপু আছেন তিনি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন এবং যথেষ্ট পরহেজগার, দুঃখজনক হলেও সত্যি যে উনার কণ্যা সার্জারি করে নিজেকে ছেলেতে রুপান্তরিত করতে চায়, ব্রেস্ট সার্জারি করে অপসারণ করতে চায়, ছেলেদের মতো হেয়ার কাট দেয় এবং চালচলন ছেলেদের মতোই করে। এই বিষয়ে আপুটা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। তিনি Whatsapp এ মনের দুঃখ শেয়ার করেন আমার সাথে যদিও এই রকম বিষয়ে আমি কোন কাজ করি না, আমি উনাকে সান্ত্বনা দেই যে আপু বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে মহান রবের কাছে আপনার দুঃখগুলো পেশ করুন! মায়ের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করলে তার মন ঘুরিয়ে দিতে পারেন। ট্রান্সজেন্ডারঃ ট্রান্স বলতে আমরা সোজাসাপ্টা যেটা বুঝি সেটা হলো স্থানান্তর, বদল কিংবা পরিবর্তন। জেন্ডার মানে লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। আচ্ছা বলুন তো একটা মেয়ে যদি সার্জারি করে ছেলের মতো হয়, ধরুন বেশভূষা ছেলের মতোই হলো, সে কি প্রজনন ক্ষমতা অর্জন করতে পারবে? কিংবা একটা ছেলে যদি মেয়ের মতো বেশভূষা ধরে সে কি গর্ভধারণ করতে পারবে? বিষয়টা এরকম যে কোন কুকুর ছানার গায়ে (লোমে ) যদি বাঘের মতো কালার করা হয় তারপরও যেমন তার কালার ছাড়া আর কোন পরিবর্তন হবে না, অর্থ্যাৎ কুকুর ছানা চীরদিনই কুকুর ছানাই থাকবে, তাকে কেউ কখনোই ব্যাঘ্র শাবক বলবে না। তদ্রুপ একজন ছেলে যদি সার্জারি করে মেয়ের অথবা একজন মেয়ে যদি ছেলের বেশভূষা ধরে এতে সেই কুকুর ছানার মতো কালার ছাড়া আর কিছুই হবে না। আপনি যদি মনে করেন স্রষ্টা আমাদের প্ল্যান পরিকল্পনা করে তৈরী করেননি তাহলে আপনি বোকার রাজ্যে আছেন। আমরা সকলে জানি কোটি কোটি ভাই-বোনকে পিছনে ফেলে মহান রব মাতৃগর্ভের ওভামে আমাদের জায়গা করে দিয়েছেন এবং ফার্টিলাইজ করে দুনিয়াতে আসার সুযোগ দিয়েছেন বিধায় আমরা এতো ফ্যাশান করতেছি, যেদিন আমাদের জননী গর্ভসঞ্চার করেছেন সেদিন তো আমি না হয়ে অন্য কোন শুক্রানু ফার্টিলাইজ হতে পারতো, কিন্তু না! মহান রব আপনাকে ও আমাকে চয়েজ করেছেন। তাই তো আজ আমরা এই ধরণীতে। আর আজ আপনি আমি স্রষ্টার সৃষ্টিতে অসন্তুষ্ট! কতোটা উন্মাদ হলে মানুষ এমন করতে পারে! আরো কয়েকটি বিষয় আছে যেটা ট্রান্সজেন্ডারে মতোই ভয়াবহ কিন্তু আমরা সেগুলো ততোটা গুরুত্ব দেই না, যেমন ভ্রু প্লাগ! সেটাও কিন্তু মারাত্নক রকমের গুনাহের কাজ যেটা অনেক মুসলিম মা বোনেরা জানেন না। কেউ কেউ সৌন্দর্যবৃদ্ধি ও নিজেকে আরও আকর্ষণীয় করার জন্য প্লাস্টিক সার্জারি করে। যেমন- নাক, চিবুক, ঠোঁট, চোখের পাতা, কান, স্তন প্রভৃতি অঙ্গের সার্জারি করে নিজেকে আকর্ষণীয় করে তোলে অথচ ইসলামে এগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেননা আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি।’ (সূরা ত্বিন : ৪)। এরপরও নিজেকে অনাকর্ষণীয় মনে করা এবং আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধিত করা হারাম এবং শয়তানের কর্ম। পবিত্র কুরআন শরীফে এসেছে; ” শয়তান বলল- আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব। তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।’ (সূরা নিসা : ১১৮-১১৯) হাদিসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্‌র অভিশাপ বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা শরীরে উল্‌কি অঙ্কণ করে এবং যারা অঙ্কণ করায়, (এখানে নারী পুরুষ উভয়ের জন্য ট্যাটু করার কথা বলা হয়েছে) আর সে সব নারীদের উপর যারা চুল, ভ্রু তুলে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্যে সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। রাবী বলেনঃ আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অভিশাপ করেছেন? সহিহ বুখারী, হাদিস নং ৫৯৩১ হাদিসের মান: সহিহ হাদিস। আর আল্লাহ্‌র কিতাবে আছেঃ রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। – সুরা আল-হাশর ৫৯:৭ ———— বিঃদ্র- পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন! চাইলে কপি পেস্ট করতে পারেন তবে অবশ্যই কার্টেসী দিবেন। এই পোষ্টটি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। ——— মোঃ সারোয়ার হোসেন। Mdsarwarhossen@muminmusolman.com http://www.facebook.com/muminmusolman01

1 min read

Mumin Musolman apps link

চলুন দেখি মুমিন মুসলমান এপস লিংক, আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক এপসটি। তাছাড়া এই এপসের মাধ্যমে আপনার খুব সহজেই জ্বিন ও যাদুর চিকিৎসা সহ নানা রকম ইসলামিক ফিচার পাবেন। তাই এক্ষুনি ডাউনলোড করুন আমাদের মুমিন মুসলমান ইসলামিক এপসটি। এখানে আপনারা পেইড ভিডিও ও আমলের প্রিমিয়াম ভিডিও পাবেন।আমার সাথে সরাসরি কথা বলার ও এপসের মাধ্যমে চ্যাটিং করতেও পারবেন ছোট্ট কিছু শর্ত সাপেক্ষে! https://play.google.com/store/apps/details?id=com.mumin.musolman  ইসলাম প্রচারে এপসটি ডাউনলোড করুন! Mumin Musolman apps link.  

1 min read

Mumin Musolman apps Upcoming News

সম্মানিত মুমিন মুসলমান দ্বীনি ভাই ও বোনেরা, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু! আল্হামদুলিল্লাহ সুখবর! ফেক আইডির প্রতারণা এড়াতে ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত এবং উন্নত করতে ইংশাআল্লাহ গুগল প্লে স্টোরে চলে আসতেছে মুমিন মুসলমান গুগল প্লে এপস! Mumin Musolman google play apps আগে একটা ডেমো এপস ছিলো সেটা রিপ্লেস করে এটা ( দীর্ঘ ১ বছরের অধিক সময় নিয়ে নিজ অর্থায়নে ও সামিউর রহমান নামের এক ভাইয়ের তত্বাবধানে ) ডেভেলপার নিয়োগ করে প্রায় $১৩০০/- ডলার খরচ করে অসংখ্য ফিচারে সজ্জিত এপসের কাজটি করেছি শুধুমাত্র ইউজারদের জন্য সম্পূর্ণ ফ্রী! তবে প্রিমিয়াম কিছু আমল ও এপিসোড আমলের প্রিমিয়াম ভিডিও ৬ মাসের সাবস্ক্রিপশন মেয়াদে উন্মুক্ত থাকবে স্পেশাল ইউজারদের জন্য! Al Quran & tafseer. মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই এপসে সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফের উচ্চারণ বাংলা ও আরবিতে পাবেন, স্থানীয় টাইম জোন অনুযায়ী নামাজের সময়সূচি, কিবলা কম্পাস, নামাজ,রোজা,জিকির,তাসবিহ তাহলিলসহ অনেক চমকপ্রদ আমল ও বিভিন্ন হাদিসের বঙ্গানুবাদ কিতাবসমগ্র এখানে পাবেন খুব সহজেই। পাবলিশ ডেট জানিয়ে দেওয়া হবে দ্রুতই ইংশাআল্লাহ! ভেরিফাই চলমান। অন্যান্য এপসের মতো এডসের তেমন ঝামেলা হবে না আশা করি (স্পন্সর হবে তবে শুধু শর্ত সাপেক্ষে টেক্সট এডস)। তাই আসুন সকলে এই দ্বীনি কাজকে এগিয়ে নিয়ে যাই! অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরাও সহজ কিছু কন্ডিশনে আমার সাথে নির্ভেজালে চ্যাটিং করতে পারবেন ইংশাআল্লাহ! আসুন সকলে প্রস্তুতি নেই! এই এপসটির ব্যাপারে আপনাদের সকলের মতামত আশা করছি! Md. Sarwar Hossen

1 min read

পড়াশোনার চাপে মুজাহিদ বিন সারোয়ার!

প্রচুর পড়াশোনার চাপে আছে আমার প্রিয় কনিষ্ঠ পুত্র মুজাহিদ বিন সারোয়ার!

1 min read

Jabir Ibn Sarwar

আমার প্রিয় সন্তান জাবির ইবনে সারোয়ার গত ৪র্থা ডিসেম্বর ২০২৩ ইং রোজ সোমবারে জন্মগ্রহণ করে, তার আগমনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া!  Jabir Ibn Sarwar D.O.B- December 4, 2023.    

1 min read

সঠিক পথে হাটা

হেটেছি কতো আমি বাল্যকাল হতে, চলেছি বহু পথ বহুজনের সাথে। কখনো একা কিবা কখনোবা দলে, কখনো নিশিরাতে কখনো সকালে। কখনো হেটেছি আমি শিশিরস্নাত ঘাঁসে, কখনো হেটেছি বেশ প্রতিকূল বাতাসে। কখনো পরেছি,পরে উঠেছি আবার, কখনো ছিলোনা মন পিছু হটবার। গ্রামগঞ্জ থেকে হেটে বনবাদাড়ে, হেটেছি একা কতো স্রোতস্বিনী তীরে। হেটেছি কতো বেলা হাটু নদীজলে, দুটো পোয়া মাছের আশায় নদী-খাল-বিলে। চোঁখ রেখে সাদা মেঘে শরতের কালে, হেটেছি নিচে নিচে উড়ু গাংচিলে। হেটেছি কখনো ধরে জননীর হাত, অনেক হাটার পরেও আর পাইনা সে স্বাদ। প্রিয়সী’র সাথে হেটে, অনামিকার ছোঁয়ায়, আঙুল শোভা পেতো আংটিতে আমায়। হেটেছি কখনো ধরে আধবুলির হাত, কচি মুখে বলতো সে কোথা যাই বাপ! কখনো হেটেছি ধরে দৃষ্টিহীন লোকে, রাস্তাতে জ্যাম ছিলো ভীড় বাস ট্রাকে। হেটেছি কখনো ভুলে চেনা পথ তবু, পাইলেও পাই যদি প্রিয় মুখ কভূ। হেটেছি হেটেছি ফের ভুলে রাগ লাজ, তারাতারি মাঠে চল বাদ দে সব কাজ! হেটেছি আবার কতো ভুলে সব গান, সোজাসুজি সেই পথে যেই পথে আযান। এতো হাটি পথ তবু ভুল হয়ে যায়, সঠিক পথে গিয়েও কতো ফিরি পুনরায়। যেই পথে গেছে সবে না চিনেও দিক, যদিওবা না ফেরার তবে পথ ছিলো ঠিক। যেতে চাই সেই পথে নিতে চাই সাথে, যা যাবে সাথে মোর বাকি সব বাদে। যদিওবা কারো কাছে ভয়ানক সে পথ, আমি চাই সেই পথে সাথে থাকুক রব। শুনো সবে সেই পথ কি নাম তার, সাড়ে তিন হাত ভূমি আধারে আধার। সব কিছু হবে বিনাশ নাম-যশ-জোর, আসল আসর সেটা অন্ধকার কবর। নিতে পারো সেজে সে ঘর ফুলে ফুলে বাসর, আবার কুকর্মের ফলে আযাবের ঘর। === সমাপ্ত=== সারোয়ার হোসেন। Md. Sarwar Hossen     রচনাকালঃ ১৩ ই জুলাই ২০১৮ ইং Sahidesarwar@gmail.com

1 min read