Post
যেদিন শেষ বিচারে কাজী সেজে বসবেন মহান প্রভূ!
ইফতার শেষে আড্ডায় মেতেছে তিন ভাই! তাদের আলোচ্য বিষয়বস্তু কি জানি না তবে ক্যামেরার লাইটের ঝলকানিতে তারা বেশ উচ্ছ্বসিত। ছবি তোলার পর দেখতে চায় কেমন উঠেছে। অথচ আমরা বড়রা অনেক সময় জানতে চাই না আমাদের জীবন ফ্রেমের স্থিরচিত্র কেমন হবে, যেদিন শেষ বিচারে কাজী সেজে বসবেন মহান প্রভূ! https://www.facebook.com/Muminmusolman1 #mujahid_bin_sarwar #junayed_bin_sarwar #jabir_ibn_sarwar
ডিইউএম রেজাল্ট ২০২৫
অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত ২০২৪ সালের (ডিইউএমএস) ২য় বর্ষের কোয়ালিফাইং পরীক্ষায় ১ম স্থান অর্জন করার জন্য শুকরিয়া জানাই মহান রবের তরে। আমার সাফল্যের পিছনে পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও প্রিন্সিপাল স্যারের সঠিক দিক নির্দেশনা আমাকে আরো সহজে এনে দিয়েছে এই মহান প্রাপ্তি। আল্লাহ পাক উনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুক—আমিন! তাছাড়া পিতামাতার দোয়া ও পরিবারের সমর্থন ছিলো অতুলনীয়! ডিইউএমএস (D.U.M.S.) কোর্সটি হলো মূলতঃ “ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি” (Diploma in Unani Medicine and Surgery) কোর্সের সংক্ষিপ্ত রূপ, যা ইউনানী চিকিৎসা পদ্ধতির উপর একটি চার বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রাম। ৪ বছরের ডিপ্লোমা কোর্স যা সরাসরি ” বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন” কর্তৃক পরিচালিত। ১ম বর্ষের পরীক্ষায় আমার ফলাফল ছিলো ২য় স্থান, (উপবৃত্তি পেয়েছিলাম)। ২য় বর্ষে সর্বোচ্চ নম্বর অর্জন করে ১ম স্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত। তবে ভালোর শেষ নেই, সুতরাং আরো পড়তে হবে, আরো পরিশ্রম করতে হবে। সকলে দোয়া করবেন যেন শিক্ষাদীক্ষায় নিজেকে আরো বেশি আলোকিত করতে পারি। Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Poetry writer, Jinn & paranormal researchers.) https://mdsarwarhossen.link #unanimedicine #মুমিনমুসলমান #Muminmusolman
তুলনা হোক মানুষের উপমায়!
যদি ৩ ভাইকে কেউ বলে ৩ টি বাঘের বাচ্চা তবে আমরা খুশি হই, মনে করি আহ কি প্রশংসা যেন সিংহ শাবকের মতো সমাদর। অথচ আমাদের হতে হবে মানুষের বাচ্চা। বিষয়টি মিশ্র ও জটিল মনে হলেও সোজাসাপ্টা কথা হচ্ছে, সৃষ্টির সবার ঊর্ধে যেহেতু মানুষের মর্যাদা সেহেতু প্রশংসা করা উচিৎ মানুষের উপমা দিয়ে। মহান রব এতোটাই মানুষকে ভালোবাসেন যে বিভিন্ন হাদিস বিশারদগনের মতে আল্লাহ পাক নিজ কুদরতি অবয়ব সাদৃশ্যে মানুষ সৃষ্টি করেছেন। তাই আমাদের হতে হবে মানুষের মতো মানুষ। ছবিতে আমার ৩ ছেলে। আমি চেষ্টা করছি তাদের ভালো মানুষের মতো বানানোর যদিও নিজে মানুষ হতে পেরেছি কি না জানি না। তারা তিন জনের বৈশিষ্ট্য এমন যেন ৩ জন ৩ প্লানেটের। তবে সুমহান রবের প্রদত্ত তাদের বৈশিষ্ট্য আমাকে মুগ্ধ করে।আমি চেষ্টা করি তাদের একজনের প্রতি অন্যের সম্মান, স্নেহ ও সহানুভূতি শেখাতে। ভুল হলে তাদের মাধ্যমেই খেলাচ্ছলে শেখাতে। রব্বে করীম তাদের কবুল করুক ওমর, ওসমান, আলী রাযীঃ- দের পথের পথিক হিসেবে। #mujahid_bin_sarwar #junayed_bin_sarwar #jabir_ibn_sarwar #মুমিনমুসলমান #Muminmusolman Md. Sarwar Hossen Founder of https://www.facebook.com/muminmusolman1 (Poetry writer, Jinn & paranormal researchers.) https://mdsarwarhossen.link
লাইনের শেষের সারথী!
আমি না হয় পশ্চাৎপদ তুমি অগ্রগামী, আমার অবস্থানের হেতু তাই তো তুমি দামী! Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Story writer, Jinn & paranormal researchers) https://www.facebook.com/muminmusolman1 #Muminmusolman #মুমিনমুসলমান #mujahid_bin_sarwar
সৃষ্টিকর্তার জয়গান
সৃষ্টিকর্তার জয়গান জানিতে চাহিনু মুই নিজের সনে, কে আমি, কেন ঘুরি এতো জনে জনে? ঘুরিবো আমি আর কতোদিন, এই নশ্বর ধরণীর বুক ফেড়ে? কে করিলো সৃজন মোরে, পাঠাইলো নয়নাভীরাম এই ধরাতে? স্মৃতিময় কতো কালের সহিত, কতো দিন দিলো পরম মমতাতে। জনম দুঃখীনি মা দিলো বাবার আদর সোহাগ, বোনের কোলেতে ঠাঁই দিলো, পুরাইলো ভ্রাতার অভাব। সুশ্রী অবয়ব দান করিলো সর্বাঙ্গে শ্রেণীবিন্যাস, জিবনের স্বাদ পুরাইতে নয়ন জগৎ যেন উপন্যাস। তৃষ্ণার জল দিলো বেঁচে থাকার যাহা কিছু আছে, সমীরণ দিলো আলো দিলো যাহাতেই পরাণ বাঁচে। দিলো হৃদয়ের টান,গভীর মনযোগ, সকল বাসনা মিটাইবার সুযোগ। দিলো মানবের তরে মানবতা পশুর তরে দয়া, ইহা মানবের দ্বারা কভূ সাধ্য নয়কো গো হওয়া! সময়ের জ্ঞান,জিবনের মান হয়তো বা ইহা প্রভূর দান, কারন প্রভূ ব্যতিরেক সাধ্য কারো নেই গো এমন মহান। বিনম্র শ্রদ্ধা-ভক্তি জানাই মহান প্রভূর তরে, তিনি না করিলে সৃজন মোদের দেখিতাম এ ধরা কি করে? তিনিই তো রহমান, ভালোবেসে সকলের বাঁচাইছে প্রাণ। •••••••••••••••••••••••••• https://www.facebook.com/muminmusolman01 Md. Sarwar Hossen মুমিন মুসলমান প্রকাশকালঃ ১৪ই সেপ্টেম্বর ২০১৭
জ্যোৎস্না নিবো মেখে!
আজকে ক্ষুশির ঢল নেমেছে ওই আকাশের বুকে, দুঃচোঁখ ভরে দেখবো সে চাঁদ জ্যোৎস্না নিবো মেখে। জ্যোৎস্না আমার প্রিয় সখা রাঙ্গায় ভাঙ্গা মন। তাহার মতো বন্ধু বলো থাকে গো কয়জন? রুপালি চাঁদ দুর করে দেয় সকল আধার কালো, অন্ধকারে বন্ধ যে দম চাঁদের কিরণ ভালো। চন্দ্র নিয়ে গল্প কতো হরেক রকম ছড়া, চাঁদের বুড়ি সুতা কাটে চরকা সুতোয় ভরা। চাঁদের আলোয় ঐ রজনী পূর্ণতা পায় খুঁজে, মন খারাপের আধার রাতে কষ্ট লাগে কি যে! নীল আকাশের মেঘের ভেলায় চাঁদটা যখন ভাসে, যেথায় দেখি সঙ্গী সে চাঁদ আমার পিছু আসে। জ্যোৎস্না রাতে হঠাৎ যখন খোকা কেঁদে উঠে, মার ইশারা চাঁদের দিকে খোকার হাসি ফোটে। Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Story writer, Jinn & paranormal researchers) Sahidesarwar@gmail.com রচনাকালঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ইং।
সময়ের মূল্য!
সময়ের নেই কোন বিরাম নেই সময়ের বাড়ি ঘর, সময়ের কাছে সবাই কতল আপন কিবা পর। সময় করে কতো অচেনারে আপন, কতো প্রিয়জন যায় দুরে, সময়ের দাবী করতে শামিল অতি বিশ্বাসী বন্ধু ঘাঁ মারে অন্তরে। সময়ের ক্রমে পাড়ার হাবলাটাও একসময় বনে যায় সেরা গুনীজন, সময়ের স্রোতে নিন্দিত হয় কতো নামীদামী শতো উঁচুজন। দিনভীখারি কতো মানুষ ছিলো এককালে জোটেনি যাদের অন্ন, সময়ের ব্যবধানে আজকে তারা সমাজপতি আর ধন্য! যেই ছেলেটি ছিলো রাখাল রুটির দোকানে কর্মচারী, সময়ের পরিক্রমায় আজকে তারা আতিউর,নজরুল ভূষিত সরকারি। যেই নিম্ন মানুষটি মুচি ছিলেন সেলাইতো জুতা সর্বজন, সময়কে কাজে খাটিয়ে তার তনয়, হয়েছেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যেই মানুষটির এক্সপেরিমেন্ট বিফল হয়েছে হাজার বারে বার, সেই আলভা এডিসন সময় না করিলে ব্যয়, ধরনী আজো থাকিতো বোধহয় অন্ধকার। সময়ের ব্যবধানে কতো ফকির হয়েছেন সুলতান-রাজা-বাদশাহ, আবার সময়ের ষড়যন্ত্রেই পতন কতো সিরাজদ্দৌল্লাহ শাহেনশাহ! তারাই তো বিজ্ঞজন, অকারণে যারা করেনা কালক্ষেপণ। —— সময়ের মূল্য Md. Sarwar Hossen রচনাকালঃ অক্টোবর ২, ২০১৮ ইং
প্রকৃতি মহান রবের এক অমূল্য নেয়ামত!
প্রকৃতি মহান রব প্রদত্ত এক অমূল্য নেয়ামত।এর শুকরিয়া সারা জীবন মুখে,মনে ও কাজে আদায় করলেও বিন্দুমাত্র কিয়দাংশ তূল্য হবে না। Md. Sarwar Hossen মুমিন মুসলমান #Muminmusolman #মুমিনমুসলমান
ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম যা বলে।
আমি কিন্তু কখনোই নিজেকে মনে মনে মেয়ে মনে করি না, বরঞ্চ বাবুর আম্মুকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি যে মেয়ে এর জন্য কি তোমার আফসোস হয়….? আচ্ছা তোমার কি এমন মনে হয় না যে ইশ্ যদি ছেলে হতাম কতোই না ভালো হতো? জবাব আসে আল্হামদুলিল্লাহ আমি খুশি। মহান রব পবিত্র কুরআনে বলেছেন, ‘আমি মানুষকে সর্বোত্তম সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। (সূরা : ত্বীন, আয়াত : ৪) তারপরও আমরা নিজেদের কাস্টমাইজ করতে চাই। আমরা অনেকেই নিজেদের আরো বেশি সুন্দর করার জন্য এতোটাই মরিয়া হই যেন মহান রব আমাদের ভালোবেসে সৃষ্টি করেন নাই। আমার পরিচিত একজন আপু আছেন তিনি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন এবং যথেষ্ট পরহেজগার, দুঃখজনক হলেও সত্যি যে উনার কণ্যা সার্জারি করে নিজেকে ছেলেতে রুপান্তরিত করতে চায়, ব্রেস্ট সার্জারি করে অপসারণ করতে চায়, ছেলেদের মতো হেয়ার কাট দেয় এবং চালচলন ছেলেদের মতোই করে। এই বিষয়ে আপুটা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। তিনি Whatsapp এ মনের দুঃখ শেয়ার করেন আমার সাথে যদিও এই রকম বিষয়ে আমি কোন কাজ করি না, আমি উনাকে সান্ত্বনা দেই যে আপু বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে মহান রবের কাছে আপনার দুঃখগুলো পেশ করুন! মায়ের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করলে তার মন ঘুরিয়ে দিতে পারেন। ট্রান্সজেন্ডারঃ ট্রান্স বলতে আমরা সোজাসাপ্টা যেটা বুঝি সেটা হলো স্থানান্তর, বদল কিংবা পরিবর্তন। জেন্ডার মানে লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। আচ্ছা বলুন তো একটা মেয়ে যদি সার্জারি করে ছেলের মতো হয়, ধরুন বেশভূষা ছেলের মতোই হলো, সে কি প্রজনন ক্ষমতা অর্জন করতে পারবে? কিংবা একটা ছেলে যদি মেয়ের মতো বেশভূষা ধরে সে কি গর্ভধারণ করতে পারবে? বিষয়টা এরকম যে কোন কুকুর ছানার গায়ে (লোমে ) যদি বাঘের মতো কালার করা হয় তারপরও যেমন তার কালার ছাড়া আর কোন পরিবর্তন হবে না, অর্থ্যাৎ কুকুর ছানা চীরদিনই কুকুর ছানাই থাকবে, তাকে কেউ কখনোই ব্যাঘ্র শাবক বলবে না। তদ্রুপ একজন ছেলে যদি সার্জারি করে মেয়ের অথবা একজন মেয়ে যদি ছেলের বেশভূষা ধরে এতে সেই কুকুর ছানার মতো কালার ছাড়া আর কিছুই হবে না। আপনি যদি মনে করেন স্রষ্টা আমাদের প্ল্যান পরিকল্পনা করে তৈরী করেননি তাহলে আপনি বোকার রাজ্যে আছেন। আমরা সকলে জানি কোটি কোটি ভাই-বোনকে পিছনে ফেলে মহান রব মাতৃগর্ভের ওভামে আমাদের জায়গা করে দিয়েছেন এবং ফার্টিলাইজ করে দুনিয়াতে আসার সুযোগ দিয়েছেন বিধায় আমরা এতো ফ্যাশান করতেছি, যেদিন আমাদের জননী গর্ভসঞ্চার করেছেন সেদিন তো আমি না হয়ে অন্য কোন শুক্রানু ফার্টিলাইজ হতে পারতো, কিন্তু না! মহান রব আপনাকে ও আমাকে চয়েজ করেছেন। তাই তো আজ আমরা এই ধরণীতে। আর আজ আপনি আমি স্রষ্টার সৃষ্টিতে অসন্তুষ্ট! কতোটা উন্মাদ হলে মানুষ এমন করতে পারে! আরো কয়েকটি বিষয় আছে যেটা ট্রান্সজেন্ডারে মতোই ভয়াবহ কিন্তু আমরা সেগুলো ততোটা গুরুত্ব দেই না, যেমন ভ্রু প্লাগ! সেটাও কিন্তু মারাত্নক রকমের গুনাহের কাজ যেটা অনেক মুসলিম মা বোনেরা জানেন না। কেউ কেউ সৌন্দর্যবৃদ্ধি ও নিজেকে আরও আকর্ষণীয় করার জন্য প্লাস্টিক সার্জারি করে। যেমন- নাক, চিবুক, ঠোঁট, চোখের পাতা, কান, স্তন প্রভৃতি অঙ্গের সার্জারি করে নিজেকে আকর্ষণীয় করে তোলে অথচ ইসলামে এগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেননা আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি।’ (সূরা ত্বিন : ৪)। এরপরও নিজেকে অনাকর্ষণীয় মনে করা এবং আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধিত করা হারাম এবং শয়তানের কর্ম। পবিত্র কুরআন শরীফে এসেছে; ” শয়তান বলল- আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব। তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।’ (সূরা নিসা : ১১৮-১১৯) হাদিসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্র অভিশাপ বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কণ করে এবং যারা অঙ্কণ করায়, (এখানে নারী পুরুষ উভয়ের জন্য ট্যাটু করার কথা বলা হয়েছে) আর সে সব নারীদের উপর যারা চুল, ভ্রু তুলে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্যে সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহ্র সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। রাবী বলেনঃ আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অভিশাপ করেছেন? সহিহ বুখারী, হাদিস নং ৫৯৩১ হাদিসের মান: সহিহ হাদিস। আর আল্লাহ্র কিতাবে আছেঃ রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। – সুরা আল-হাশর ৫৯:৭ ———— বিঃদ্র- পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন! চাইলে কপি পেস্ট করতে পারেন তবে অবশ্যই কার্টেসী দিবেন। এই পোষ্টটি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। ——— মোঃ সারোয়ার হোসেন। Mdsarwarhossen@muminmusolman.com http://www.facebook.com/muminmusolman01
পড়াশোনার চাপে মুজাহিদ বিন সারোয়ার!
প্রচুর পড়াশোনার চাপে আছে আমার প্রিয় কনিষ্ঠ পুত্র মুজাহিদ বিন সারোয়ার!