যেদিন শেষ বিচারে কাজী সেজে বসবেন মহান প্রভূ!
ইফতার শেষে আড্ডায় মেতেছে তিন ভাই! তাদের আলোচ্য বিষয়বস্তু কি জানি না তবে ক্যামেরার লাইটের ঝলকানিতে তারা বেশ উচ্ছ্বসিত। ছবি তোলার পর দেখতে চায় কেমন উঠেছে। অথচ আমরা বড়রা অনেক সময় জানতে চাই না আমাদের জীবন ফ্রেমের স্থিরচিত্র কেমন হবে, যেদিন শেষ বিচারে কাজী সেজে বসবেন মহান প্রভূ! https://www.facebook.com/Muminmusolman1 #mujahid_bin_sarwar #junayed_bin_sarwar #jabir_ibn_sarwar
ডিইউএম রেজাল্ট ২০২৫
অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত ২০২৪ সালের (ডিইউএমএস) ২য় বর্ষের কোয়ালিফাইং পরীক্ষায় ১ম স্থান অর্জন করার জন্য শুকরিয়া জানাই মহান রবের তরে। আমার সাফল্যের পিছনে পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও প্রিন্সিপাল স্যারের সঠিক দিক নির্দেশনা আমাকে আরো সহজে এনে দিয়েছে এই মহান প্রাপ্তি। আল্লাহ পাক উনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুক—আমিন! তাছাড়া পিতামাতার দোয়া ও পরিবারের সমর্থন ছিলো অতুলনীয়! ডিইউএমএস (D.U.M.S.) কোর্সটি হলো মূলতঃ “ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি” (Diploma in Unani Medicine and Surgery) কোর্সের সংক্ষিপ্ত রূপ, যা ইউনানী চিকিৎসা পদ্ধতির উপর একটি চার বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রাম। ৪ বছরের ডিপ্লোমা কোর্স যা সরাসরি ” বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন” কর্তৃক পরিচালিত। ১ম বর্ষের পরীক্ষায় আমার ফলাফল ছিলো ২য় স্থান, (উপবৃত্তি পেয়েছিলাম)। ২য় বর্ষে সর্বোচ্চ নম্বর অর্জন করে ১ম স্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত। তবে ভালোর শেষ নেই, সুতরাং আরো পড়তে হবে, আরো পরিশ্রম করতে হবে। সকলে দোয়া করবেন যেন শিক্ষাদীক্ষায় নিজেকে আরো বেশি আলোকিত করতে পারি। Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Poetry writer, Jinn & paranormal researchers.) https://mdsarwarhossen.link #unanimedicine #মুমিনমুসলমান #Muminmusolman
তুলনা হোক মানুষের উপমায়!
যদি ৩ ভাইকে কেউ বলে ৩ টি বাঘের বাচ্চা তবে আমরা খুশি হই, মনে করি আহ কি প্রশংসা যেন সিংহ শাবকের মতো সমাদর। অথচ আমাদের হতে হবে মানুষের বাচ্চা। বিষয়টি মিশ্র ও জটিল মনে হলেও সোজাসাপ্টা কথা হচ্ছে, সৃষ্টির সবার ঊর্ধে যেহেতু মানুষের মর্যাদা সেহেতু প্রশংসা করা উচিৎ মানুষের উপমা দিয়ে। মহান রব এতোটাই মানুষকে ভালোবাসেন যে বিভিন্ন হাদিস বিশারদগনের মতে আল্লাহ পাক নিজ কুদরতি অবয়ব সাদৃশ্যে মানুষ সৃষ্টি করেছেন। তাই আমাদের হতে হবে মানুষের মতো মানুষ। ছবিতে আমার ৩ ছেলে। আমি চেষ্টা করছি তাদের ভালো মানুষের মতো বানানোর যদিও নিজে মানুষ হতে পেরেছি কি না জানি না। তারা তিন জনের বৈশিষ্ট্য এমন যেন ৩ জন ৩ প্লানেটের। তবে সুমহান রবের প্রদত্ত তাদের বৈশিষ্ট্য আমাকে মুগ্ধ করে।আমি চেষ্টা করি তাদের একজনের প্রতি অন্যের সম্মান, স্নেহ ও সহানুভূতি শেখাতে। ভুল হলে তাদের মাধ্যমেই খেলাচ্ছলে শেখাতে। রব্বে করীম তাদের কবুল করুক ওমর, ওসমান, আলী রাযীঃ- দের পথের পথিক হিসেবে। #mujahid_bin_sarwar #junayed_bin_sarwar #jabir_ibn_sarwar #মুমিনমুসলমান #Muminmusolman Md. Sarwar Hossen Founder of https://www.facebook.com/muminmusolman1 (Poetry writer, Jinn & paranormal researchers.) https://mdsarwarhossen.link
Mumin Musolman গুগল প্লে এপস রিলিজ নিউজ!
দীর্ঘদিনের ডেভেলপমেন্ট ও নতুন নতুন ফিচার সংযুক্ত হয়েছে Mumin Musolman গুগল প্লে এপসে। খুব দ্রুতই প্লে স্টোরে রিলিজ করা হবে ইংশাআল্লাহ। মুমিন মুসলমান এপসে ইনশাআল্লাহ যা যা ফিচার থাকবেঃ 1. কুরআন ও তাফসির। 2. দোয়ার সংকলন। 3. হাদিস শরিফ। ( সিহাহ সিত্তাহ) 4. বিষয়ভিত্তিক আয়াত। 5. শব্দে-শব্দে কুরআন। 6. নিয়মিত ইসলামিক ভিডিও। 7. আমল সম্পর্কিত ভিডিও। 8. অর্থসহ কালেমা। 9. নামাজ শিক্ষা। 10. রমজান বিষয়ক তথ্য। 11. হজ্জ্ব বিষয়ক নির্দেশিকা। 12. যাকাত সংক্রান্ত গাইডলাইন ও যাকাত ক্যালকুলেটর। 13. কিবলা কম্পাস। 14. নামাজের সময়সূচি। 15. আল্লাহ পাকের ৯৯ নাম। 16. আমল সংকলন। 17. তাসবিহ গণনা। 18. সরাসরি সম্প্রচার (মক্কা ও মদিনা লাইভ)। 19. ইসলামিক নামের তালিকা। 20. ইসলামিক বই (প্রক্রিয়াধীন)। 21. দান বা ডোনেশন করার সুযোগ (প্রক্রিয়াধীন)। উপরের সকল ফিচার সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। তাছাড়া নাম মাত্র চার্জে সাবস্ক্রিপশন করতে পারবেন, 22. প্রিমিয়াম ভিডিও। 23. প্রিমিয়াম আমল। 24. প্রিমিয়াম মেসেঞ্জার (সরাসরি আমার সাথে লাইভ চ্যাট) ২০২৩ সালে যাত্রা শুরু করার পর থেকে, আমাদের অ্যাপে সংযোজন করা হয়েছে ১৬টি কুরআন ও তাফসির, হাদিস, শব্দে-শব্দে কুরআন, বিষয়ভিত্তিক আয়াত, দোয়া ইত্যাদি। “মুমিন মুসলমান ইসলামিক অ্যাপ” এর মাধ্যমে সহজেই বিভিন্ন দোয়া-দরুদ, হাদিস পড়তে পারবেন। এমনকি আমরা শব্দে-শব্দে কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করেছি, যাতে সহজে বুঝতে পারেন। ইনশাআল্লাহ, এর মাধ্যমে আপনি সহজেই কুরআন পড়তে পারবেন। তাছাড়া সময়ের সাথে তাল মিলিয়ে ইউজারদের রিভিউ এনালাইসিস করে এপসটি পর্যায়ক্রেমে দ্রুত আপডেট করা হবে। মনে রাখবেন মুমিন মুসলমান সম্পূর্ন একটি ইসলামিক এপস, যা মুসলিম ভাই-বোনদের কল্যাণের নিমিত্তে মোটা অঙ্কের নিজস্ব ব্যয়ে তৈরী করা হয়েছে যা আপনারা পাবেন সম্পূর্ন বিনামূল্যে (৩ টি ফিচার বাদে)। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আপনাদের দিতে পারি অনলাইন ভিত্তিক নিত্য নতুন ইসলামিক ফিচারসমূহ। যেন এটি হয় সদকায়ে জারিয়ার একটি অংশ। Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Poetry writer, Jinn & paranormal researchers.) https://mdsarwarhossen.link #muminmusolmanapps #মুমিনমুসলমানএপস #Muminmusolman #মুমিনমুসলমান
mdsarwarhossen.link
বিষয়টা সুন্দর না? একদম অথেন্টিক লিঙ্ক! Md. Sarwar Hossen https://mdsarwarhossen.link
আত্ন-সাধন।
জীবন থেকে পাইনি কিছু পিছু টানের এই তো কারন, তাবৎ কাজে কালক্ষেপণে ভুলে গেছি মানোন্নয়ন। তাই তো আবার খুুজে ফিরি হারানো সব গুরুর বচন, হঠাৎ যদি তৃণমূলেও হয় মানবের আত্ন-সাধন! Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Story writer, Jinn & paranormal researchers) https://www.facebook.com/share/p/15v8hWkVdT/ Sahidesarwar@gmail.com https://www.facebook.com/Muminmusolman1 #Muminmusolman #মুমিনমুসলমান
লাইনের শেষের সারথী!
আমি না হয় পশ্চাৎপদ তুমি অগ্রগামী, আমার অবস্থানের হেতু তাই তো তুমি দামী! Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Story writer, Jinn & paranormal researchers) https://www.facebook.com/muminmusolman1 #Muminmusolman #মুমিনমুসলমান #mujahid_bin_sarwar
সৃষ্টিকর্তার জয়গান
সৃষ্টিকর্তার জয়গান জানিতে চাহিনু মুই নিজের সনে, কে আমি, কেন ঘুরি এতো জনে জনে? ঘুরিবো আমি আর কতোদিন, এই নশ্বর ধরণীর বুক ফেড়ে? কে করিলো সৃজন মোরে, পাঠাইলো নয়নাভীরাম এই ধরাতে? স্মৃতিময় কতো কালের সহিত, কতো দিন দিলো পরম মমতাতে। জনম দুঃখীনি মা দিলো বাবার আদর সোহাগ, বোনের কোলেতে ঠাঁই দিলো, পুরাইলো ভ্রাতার অভাব। সুশ্রী অবয়ব দান করিলো সর্বাঙ্গে শ্রেণীবিন্যাস, জিবনের স্বাদ পুরাইতে নয়ন জগৎ যেন উপন্যাস। তৃষ্ণার জল দিলো বেঁচে থাকার যাহা কিছু আছে, সমীরণ দিলো আলো দিলো যাহাতেই পরাণ বাঁচে। দিলো হৃদয়ের টান,গভীর মনযোগ, সকল বাসনা মিটাইবার সুযোগ। দিলো মানবের তরে মানবতা পশুর তরে দয়া, ইহা মানবের দ্বারা কভূ সাধ্য নয়কো গো হওয়া! সময়ের জ্ঞান,জিবনের মান হয়তো বা ইহা প্রভূর দান, কারন প্রভূ ব্যতিরেক সাধ্য কারো নেই গো এমন মহান। বিনম্র শ্রদ্ধা-ভক্তি জানাই মহান প্রভূর তরে, তিনি না করিলে সৃজন মোদের দেখিতাম এ ধরা কি করে? তিনিই তো রহমান, ভালোবেসে সকলের বাঁচাইছে প্রাণ। •••••••••••••••••••••••••• https://www.facebook.com/muminmusolman01 Md. Sarwar Hossen মুমিন মুসলমান প্রকাশকালঃ ১৪ই সেপ্টেম্বর ২০১৭
জ্যোৎস্না নিবো মেখে!
আজকে ক্ষুশির ঢল নেমেছে ওই আকাশের বুকে, দুঃচোঁখ ভরে দেখবো সে চাঁদ জ্যোৎস্না নিবো মেখে। জ্যোৎস্না আমার প্রিয় সখা রাঙ্গায় ভাঙ্গা মন। তাহার মতো বন্ধু বলো থাকে গো কয়জন? রুপালি চাঁদ দুর করে দেয় সকল আধার কালো, অন্ধকারে বন্ধ যে দম চাঁদের কিরণ ভালো। চন্দ্র নিয়ে গল্প কতো হরেক রকম ছড়া, চাঁদের বুড়ি সুতা কাটে চরকা সুতোয় ভরা। চাঁদের আলোয় ঐ রজনী পূর্ণতা পায় খুঁজে, মন খারাপের আধার রাতে কষ্ট লাগে কি যে! নীল আকাশের মেঘের ভেলায় চাঁদটা যখন ভাসে, যেথায় দেখি সঙ্গী সে চাঁদ আমার পিছু আসে। জ্যোৎস্না রাতে হঠাৎ যখন খোকা কেঁদে উঠে, মার ইশারা চাঁদের দিকে খোকার হাসি ফোটে। Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Story writer, Jinn & paranormal researchers) Sahidesarwar@gmail.com রচনাকালঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ইং।
জীবন কোন কিছুর বিনিময়ে কেনা যায় না।
জীবন মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রদত্ত একটি অমূল্য নেয়ামত, এটি কখনো টাকা-পয়সা দিয়ে কিংবা কোন কিছুর বিনিময়ে কেনা সম্ভব নয়। কারন যার জীবন সায়াহ্ন ঘনিয়ে এসেছে সেই ব্যক্তি ভালোভাবে বুঝে জীবনের কতো মূল্য এবং প্রয়োজন! একজন ক্যান্সারের রোগী যিনি লাস্ট স্টেজে পৌছেছেন তিনি বুঝে জীবনের কতো মূল্য। একজন মৃত্যুদন্ডাদেশ পাওয়া কয়েদী বুঝে জীবনের কতো মূল্য। তারা উভয়েই মৃত্যু অনিবার্য জানা সত্ত্বেও আশা করে পৃথিবীতে দীর্ঘদিন বাঁচবে, তার যে আরো অনেক কিছু করার বাকি আছে। আহ সে কি বাঁচার জন্য আকুতি, কতোই না আয়োজন জীবনটাকে দীর্ঘক্ষণ টিকিয়ে রাখার। তারা তন্দ্রায় কিংবা নিদ্রায় স্বপ্ন দেখে সমাজের বাকি দশজনের মতো তারাও স্বাভাবিক জীবনে স্বাধীনভাবে আছে। অথবা কল্পনা করে মৃত্যু দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির ফাঁসির রায় বাতিল করে রাষ্ট্রের রাজা তাকে বেকসুর খালাস করেছে। অন্যজন স্বপ্নে দেখে তার ক্যান্সারের সেলগুলো রাতারাতি কোন এক অজানা কারনে মরে গিয়ে সে ফিরে পেয়েছে এক নতুন জীবন।যারা সফল ব্যক্তি তারা কখনো কোন জিনিসকে ছোট করে দেখে না, একটি পিঁপিঁলিকাকেও তারা মূল্যায়ন করে। সাইকেলের প্যাডেল ঘুড়ালে যেমন সাইকেল সম্মুখে অগ্রসর হয় তেমনি জীবনকে সঠিক সময়ে সঠিকভাবে পরিচালনা করলে জীবন সুখকর হয়। অভাব কিংবা গরিবিয়ানায় কারা ভূগে জানেন? যারা অকষ্মণ্য ও কুঁড়েমি করে। অনটনে কারা ভূগে জানেন? যারা রিজিকের সন্ধানে বের হয় না। মহান রব্বুল আলামিন সবাইকে সুন্দর ও উপযুক্ত ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু আমরা সেটার যথাপোযুক্ত ব্যবহার করতে পারি না তাই সারাজীবন আফসোস করে কাটাতে হয়। বুদ্ধিমানরা সবসময় পরিশ্রমী হয় তাই তারা কখনো অভাব কিংবা অনটনে ভোগে না। পক্ষান্তরে কুঁড়ে ব্যক্তিরা সারাটা জীবন অভাবগ্রস্ত থাকে। অনেকটা; “নিজের দোষে বান্দা মরে বিধিরে দেয় দোষ “ জীবনে পরিশ্রমী হোউন দেখবেন সফলতা আপনার পদতলে সেলাম করবে। তাছাড়া সৃষ্টিকর্তা পরিশ্রমী ব্যক্তিদের অধিক ভালোবাসেন ও নেয়ামত বৃদ্ধি করে দেন! ———- Md. Sarwar Hossen. Md. Sarwar Hossen Founder of মুমিন মুসলমান (Story writer, Jinn & paranormal researchers) Sahidesarwar@gmail.com লেখাঃ ১লা জানুয়ারি ২০২১ ইং।